স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মো. গোলাম কবির অভিযোগ করে বলেন, দলের পদ পদবীধারী কিছু সিনিয়র নেতা নির্বাচনে তাকে সহযোগিতা করছেন না। এমনকি ওইসব সিনিয়র নেতাদের সমর্থকরা বিদ্রোহী প্রার্থীর পক্ষ নিয়ে কাজ করছেন এবং নৌকা প্রতিকের কর্মি সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছেন বলে তিনি অভিযোগ তোলেন। শনিবার দুপুরে মেয়র কবির তার নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব অভিযোগ করেন। মেয়র গোলাম কবির আওয়ামীলীগ দলীয় সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম,সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম,প্রচার সম্পাদক শওকত আকবর,নাম উল্লেখ করে বলেন, আমি এদের সকলের সাথে দেখা করে নির্বাচনে কাজ করার অনুরোধ করেছি, কিন্তু তারা নির্বাচনে তাকে কোন সহযোগিতা করছেন না। এসব নেতারা নৌকা প্রতিকের নির্বাচনী কার্যক্রমে অংশ গ্রহণ না করে প্রতিদ্বন্দ্বি বিদ্রোহী প্রার্থীদেরকে ইন্ধন দিচ্ছেন বলে কবির অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ালীগের সদস্য সৈয়দ সহিদ উল আহসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হামিদ,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম ফুয়াদ,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন ও জেলা কমিটির সদস্য শেখর সিকদার প্রমুখ । মেয়রের অভিযোগের বিষয় জানতে চাইলে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম বলেন,নৌকার বিরোধিতা করার অভিযোগ সম্পূর্ন উদ্দেশ্য প্রনোধিত। তিনি বলেন, আমি পৌর এলাকার বাইরের বাসিন্দা। তার পরেও সাধ্যমত দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছি। এ বিষয় এস এম মুইদুল ইসলাম বলেন,দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করছি এমন অভিযোগ শুনলে কষ্ট লাগে। যদি তাই হয় তাহলে তার প্রমান দিতে বলেন। প্রসঙ্গত দলীয় মনোনয়ন না পেয়ে আওয়ামীলীগ নেতা অধ্যাপক মাহমুদুর রহমান ও পৌর যুবলীগের সভাপতি শিশির কর্মকার বিদ্রোহী প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।