শফিক টুটুল নাজিরপুর প্রতিনিধি : গত জানুয়ারি ২০১৫ থেকে ডিসেম্বর ২০১৭ শিক্ষা মন্ত্রণালয় সেকায়েপ (অতিরিক্ত শ্রেনী শিক্ষক) প্রজেক্টের অধিনে ৫২০০ জন শিক্ষক নিয়োগ দেয়।কথা ছিল প্রজেক্ট শেষে এসব শিক্ষকদের পরবর্তী প্রোগ্রাম এসইডিপি তে নিয়োগ দিবে,এরপর স্থায়ী করা হবে।কিন্তু ৩১ ডিসেম্বর প্রজেক্ট শেষ হল সফলভাবে, বলা হল স্ব স্ব প্রতিষ্ঠানে থাকেন একটা জিও অডা’র আসতেছে,দুঃখের বিষয় হচ্ছে ২৯ মাস চলছে কিন্তু একের পর এক সচিব, মন্ত্রী, উপমন্ত্রীর আশ্বাসে কয়েকদফা আন্দোলন করেও কোনো কাজ হয় নাই।এরই মাঝে তাদের বয়স ৩০ অতিবাহিত। সারাদেশের মত পিরোজপুরে ও ৯১ জন অতিরিক্ত শিক্ষক এখনো কম’রত আছেন।এই করোনায় তাদের পাশে কেউ নাই। তাই শিক্ষার এ চরম ক্ষতি (করোনা,আম্পফান) পুষিয়ে নিতে শিক্ষা মন্ত্রণালয় এসব শিক্ষকদের অতি দ্রুত সময়ে প্রজ্ঞাপন জারি করে স্ব স্ব প্রতিষ্ঠানে গিয়ে তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার প্রসার ঘটাবে, এই আশাবাদ পিরোজপুর সহ সমস্ত বাংলাদেশের অবহেলিত সেকায়েপ শিক্ষকদের।